গুলশান, বসুন্ধরা ও বনশ্রীতে খুলছে কুমন সেন্টার
ঢাকায় ৪টি সেন্টারের সাফল্যের ধারাবাহিকতায় গুলশান, বসুন্ধরা ও বনশ্রীতেও শুরু হচ্ছে কুমন সেন্টার। গত ২১ জুলাই, ২০২২ (বৃহস্পতিবার) ব্র্যাক কুমনের নতুন এই সেন্টারগুলোর সাথে অনুষ্ঠিত হয় “ফ্র্যাঞ্চাইজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান”। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক কুমন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লেডি সৈয়দা সারওয়াত আবেদ এবং ব্র্যাক কুমন লিমিটেডের প্রধান জনাব নেহাল বিন হাসান, উভয়েই নতুন কুমন ফ্র্যাঞ্চাইজিদের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন।
ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন সোজেদা আক্তার চৌধুরী, ইন্সট্রাক্টর- বসুন্ধরা সেন্টার; রীদিতা তাসনিম, ইন্সট্রাক্টর- গুলশান সেন্টার; মাসুমা তালুকদার তিন্নি, ইন্সট্রাক্টর- বনশ্রী সেন্টার।
আমার সন্তানের বেড়ে ওঠার সাথে সাথে আমি তাকে প্রথাগত পদ্ধতির বাহিরেও ভিন্ন উপায়ে শেখানোর জন্য নিজের মধ্যে একটি তাগিদ অনুভব করি। তখন থেকেই আমি শেখার পদ্ধতিগুলি খুঁজতে শুরু করি যা তাকে একাডেমিক শিক্ষার বাইরের জগতকেও Explore করতে শেখাবে। এরই মধ্যে একদিন ব্র্যাক কুমনের নিউজলেটার আমার নজরে আসে। জানতে পারলাম ১৯৫৪ সাল থেকে কুমন বাচ্চাদের এমন একটি পদ্ধতিতে পড়াশোনা করিয়ে আসছে যা তাদের Potential Maximize করে এবং Academic Excellence এর পাশাপাশি বিভিন্ন Life Skill গড়ে তোলে।
আমি বেশ অভিভূত হই এবং আমার সন্তানকে ব্র্যাক কুমনে ভর্তি করাই। ৩ মাস পর আমি লক্ষ্য করলাম, সে বেশ উন্নতি করছে। স্কুলের বন্ধুদের সাথেও ইতিবাচকভাবে প্রতিযোগিতা করছে, আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। এমনকি এই বয়সেই নিজের Academic Goal ও Timeline সেট করছে, যা আমার কাছে খুবই আশ্চর্যজনক। তাই আমি ব্র্যাক কুমনের কাছে কৃতজ্ঞ।
– সৈয়দ রবিউল ইসলাম
অভিভাবক, ব্র্যাক কুমন মিরপুর সেন্টার
BRAC Kumon Ltd. recently hosted its Annual Retreat, 2022 at the Barishal BRAC Learning Centre on August 4th-5th
জীবনমুখী দক্ষতা ও কুমন
কুমন Math Program এর লক্ষ্য হচ্ছে একজন শিক্ষার্থীকে Self-Learning এর মাধ্যমে High School পর্যায়ের গণিতে পারদর্শী করে তোলা।
Kumon Math Program এর প্রতিটি লেভেলে Core Principle of Math ও Mental Calculation এর সাথে সাথে শিক্ষার্থীরা বেশ কিছু Life Skill অর্জন করে, যা তাদেরকে জীবনের Challenging কাজের প্রতি ইতিবাচক মনোভাব তৈরিতে সাহায্য করে। যেমন-
- Work Skill– শিক্ষার্থীকে একাগ্রতার সাথে যেকোন কাজ শেষ করতে সাহায্য করে
- Mental Calculation Skill– শিক্ষার্থীকে দ্রুততম সময়ে মানসিক গণনার কাজে পারদর্শী করে
- Comprehension Skill– নতুন ধরণের সমস্যার সমাধানে দক্ষ করে তোলে
- Correction Skill– নিজের ভুল নিজে খুঁজে বের করে তা সঠিকভাবে সমাধান করার মনোভাব গড়ে তোলে
- Self Learning Skill– নিজের কাজ নিজে করা থেকে শুরু করে একজন স্বাধীন মানুষ হিসেবে বেড়ে উঠতে সাহায্য করে
Kumon ওয়ার্কশীটগুলো শিক্ষার্থীদের জন্য এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তারা যত দ্রুত সম্ভব এই দক্ষতাগুলো অর্জন করতে সক্ষম হয়, যা শিশুরা শুধু গণিতের ক্ষেত্রেই নয়, বরং বাস্তব জীবনেও প্রয়োগ করে।
– বিবি মরিয়ম সেবা
মার্কিং এসিস্ট্যান্ট, ব্র্যাক কুমন ধানমন্ডি সেন্টার
There are numerous advantages to teaching your child leadership skills. Children with leadership qualities are known to mature more quickly because they tend to practice responsibility, accountability, ownership, communication, problem-solving, and organizational skills. Though leadership development is a lifelong process, every child has the potential to become a leader. Kumon tends to instill this skill in students from the very beginning with the help of a carefully designed program. Shariqa Subah from BRAC Kumon Dhanmondi Center, for example, recently received an award for showcasing excellent leadership skills in her school.
A portion of Kumon students was awarded the Achievement Test (AT) Certificate for completing different Kumon Levels during the July-August 2022 session.
বহু বছর আগে পূর্ব দিকের লোকেরা “চীনা বাঁশ” নামে কিছু গাছ লাগায়। প্রথম চার বছর তারা গাছগুলোতে নিয়মিত পানি এবং সার দেয়, কিন্তু এতে গাছগুলোতে কোন প্রভাব পড়ছে বলে মনে হচ্ছিল না। পঞ্চম বছরে আরও একবার পানি ও সার প্রয়োগ করলে মাত্র পাঁচ সপ্তাহেই গাছগুলো ৯০ ফুট লম্বা হয়ে যায়! এখন প্রশ্ন হতে পারে যে, এই চীনা বাঁশ পাঁচ সপ্তাহে ৯০ ফুট বেড়েছে না পাঁচ বছরে বেড়েছে? নিশ্চয়ই পাঁচ বছরে বেড়েছে। কারণ, এই পাঁচ বছরের মধ্যে যদি নিয়মিত তত্ত্বাবধায়ন না থাকতো তাহলে গাছগুলো বড় হওয়ার আগেই মরে যেত।
তেমনিভাবে আপনার সন্তানের জন্য আপনার লক্ষ্য হতে পারে বীজগণিত বা Calculus, অথবা Paraphrasing বা Summary করতে পারা। কুমন পদ্ধতি হল আপনার এই লক্ষ্যকে পূরণ করতে ও আপনার সন্তানের Ability Maximize করার একটি হাতিয়ার। একজন শিক্ষার্থী অনেক লম্বা সময় ধরে কুমন প্রোগ্রামে থাকার অর্থ হল, তত সময় ধরে সে তার Ability তে পানি ও সার দিচ্ছে। দ্রুত এবং সঠিকভাবে করা কুমন ওয়ার্কশীট গুলোর দৈনিক অনুশীলন একাডেমিক ও জীবনমুখী দক্ষতার সঠিক বিকাশের জন্য প্রয়োজনীয় পানি এবং সার সরবরাহ করে।
কুমনে দীর্ঘমেয়াদী অধ্যয়নের প্রভাব শিক্ষার্থীদের মধ্যে পর্যাপ্ত সময় ধরে কুমন করার ফলে ধীরে ধীরে প্রকাশ পায় এবং সম্পূর্ণ প্রভাব বিকশিত হয় প্রোগ্রাম শেষ হওয়ার পর; অনেকটা চাইনিজ বাঁশের বিকাশের মতো, সফলতা দেরিতে হলেও, আসবেই।
কুমন ভর্তি হওয়ার পর আমি আগের চেয়ে খুব সহজে Math Problem Solve করতে পারি। এমনকি আমার ক্লাসের বন্ধুরা যেসকল ম্যাথ করতে খুব সময় নেয়, সেই ম্যাথগুলোও আমি কোন অসুবিধা ছাড়াই করে ফেলতে পারি। আমার এই পরিবর্তনের জন্য আমি কুমন টিচারদের অসংখ্য ধন্যবাদ জানাই।
আনিকা তাবাস্সুম তাসনিম
শিক্ষার্থী, ব্র্যাক কুমন মিরপুর সেন্টার
আপনার সন্তানের জন্য সেশন বুক করতে কল করুন: 01313407389
Love for Learning
Peter is a leukemia survivor. Apart from other activities, he enjoys keeping himself busy in the Kumon Math Program. He has a love for learning, which he keeps alive through music and math.
Click Here to Watch His Full Story