ব্র্যাক কুমনের ৪র্থ সেন্টার সিদ্ধেশ্বরীতে
গত ২৪ই ফেব্রুয়ারি ২০২২, মহাখালি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল ব্র্যাক কুমন লিমিটেড এবং ব্র্যাক কুমনের নতুন ইন্সট্রাক্টরের মধ্যে “ফ্র্যাঞ্চাইজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান”। উক্ত অনুষ্ঠানে চুক্তিস্বাক্ষর করেন ব্র্যাক কুমন লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, লেডি সৈয়দা সারওয়াত আবেদ এবং ব্র্যাক কুমন সিদ্ধেশ্বরী সেন্টারের স্বত্বাধিকারী আশ্রাফুন্নেসা আঁচল।
বাংলাদেশে কুমনের ৪র্থ সেন্টার হিসেবে খুব শীঘ্রই যাত্রা শুরু হতে যাচ্ছে ব্র্যাক কুমন সিদ্ধেশ্বরী সেন্টারের।
শিক্ষার্থীর অগ্রগতিতে ‘Kumon Trinity’
প্রথমেই, আমি ধন্যবাদ জানাতে চাই আমার সকল কুমন শিক্ষার্থী এবং অভিভাবকদের যারা ধৈর্য ধরে কুমনের সাথে আছেন। একজন কুমন শিক্ষার্থীর নিরবচ্ছিন্ন অগ্রগতি নির্ভর করে ‘শিক্ষক-শিক্ষার্থী’,’শিক্ষার্থী-অভিভাবক’ এবং ‘অভিভাবক-শিক্ষকের’ মধ্যে কার্যকর যোগাযোগের উপর; কুমনে যাকে বলা হয়
‘Trinity Proccess’। যখন এই ত্রিমাতৃক প্রক্রিয়া কার্যকর হয়, তখন শিক্ষার্থীর অগ্রগতি আরো দ্রুত এবং সহজ হয়।
বর্তমানে যেহেতু কুমন অনলাইন এবং অনসাইট উভয় মাধ্যমে চলছে, এই প্রক্রিয়া শিশুর উন্নতির জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তাই সকল অভিভাবকদের নিকট আমাদের বিনীত অনুরোধ, এই পদ্ধতিটি কীভাবে কাজ করে সে সম্পর্কে গভীরভাবে জানতে এবং আপনার যেকোন জিজ্ঞাসা থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন।
– মো: সাদিক হাসান
মার্কিং এসিস্ট্যান্ট
ধানমন্ডি সেন্টার
Introducing 3 New Levels in Kumon English Program
With Immense pleasure, this is to announce that 3 new advanced levels (J, K & L) in Kumon English Program has been introduced from February 2022.
Kumon English program aims to instill positive study habits and to nurture academic abilities, reading comprehension skills. Also, the program serves the purpose of individualized potential growth over the grasp of the English language in our students.
ব্র্যাক কুমন মিরপুর সেন্টার সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন: +8801882162284 অথবা এই ফর্মটি পূরণ করুন।
The Sky Girl
She leaps over the cloud and cures poison clouds, who is she? Sky girl is her name to humans. People take pictures of her. She was so cute that she went viral. Her name was Sky. When she leaps, cloud dust falls from the sky. She then collects this dust to heal poison clouds. You might ask, she controls lightning. The scientist made boots; by wearing them you can land on clouds. Now they can meet sky girl. The sales were striking for the boots.
– Written By
Muhammad Shadwar Jahan
Dhanmondi Center
How Kumon Helped Fairooz
“After enrolling in Kumon, Fairooz got greater speed in mental calculation, improved math grades in school, and became more comfortable with math than ever. The performance of Kumon is extraordinary. The teachers are very patient and sweet!”
– Dr. Khaleda Akter & Faruk Jamil
Parent of Fairooz Tasnim
Uttara Center
কুমনের গণিত ও ইংরেজি উভয় প্রোগ্রামে একইসাথে 4A লেভেল সফলভাবে শেষ করায় অভিনন্দন জানাই আমাদের ব্র্যাক কুমন উত্তরা সেন্টারের ক্ষুদে শিক্ষার্থী আহিয়ানকে। আহিয়ান বর্তমানে বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের নার্সারিতে অধ্যয়নরত আছে।
‘২১-এ বর্ণমেলা আয়োজন’
২১শে ফেব্রুয়ারি- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্র্যাক কুমন, শিক্ষার্থীদের জন্য আয়োজন করে “২১শে বর্ণমেলা ২০২২”। সেই আয়োজনে কুমনের প্রতিভাবান শিক্ষার্থীদের সৃজনশীলতার কিছু অংশ তুলে ধরা হল এখানে।
Overcoming Challenges with Kumon
In this story, you will meet Inara from Vancouver, Canada. She got a leg up in achieving her goals in high school and it better prepared her for the challenges she now faces in college.
Click Here to Watch the Full Story