My First Book of Mazes
This Kumon Basic Skills Workbook helps children develop essential pencil-control skills and reasoning through fun maze activities. By tracing lines through mazes with clear directions, children improve their motor skills and judgment. The engaging illustrations, like towns, streets, and parks, make the exercises enjoyable, as if children are walking through real mazes. This practice builds a foundation for writing letters and numbers, while also enhancing concentration—an important study skill. Everything in the workbook, from sturdy paper to interactive content, is designed to support your child’s learning and growth.
এই কুমন বইটি শিশুদের পেন্সিল নিয়ন্ত্রণ এবং চিন্তাভাবনার দক্ষতা বাড়াতে সহায়তা করে মজার মেইজ অ্যাক্টিভিটিসের মাধ্যমে। মেইজে লাইন টানার সময় শিশুরা তাদের হাতের নড়াচড়ার নিয়ন্ত্রণ করতে শিখবে। শহর, রাস্তা এবং পার্কের মতো রঙিন ছবি অ্যাক্টিভিটি গুলোকে আকর্ষণীয় করে তোলে, যেন শিশুরা সত্যিকারের মেইজে হাঁটছে। এই অ্যাক্টিভিটি শিশুদের অক্ষর ও সংখ্যা লেখার জন্য প্রস্তুত করবে এবং তাদের মনোযোগ বাড়াবে। বইয়ের সবকিছুই শিশুদের শেখা উপভোগ করতে এবং তাদের দক্ষতা বাড়াতে তৈরি করা হয়েছে।