Are You Ready for Kindergarten?
This workbook brings together all the activities from the “Are You Ready for Kindergarten?” series to help children prepare for school. It covers important skills like the alphabet, numbers 1-30, shapes, and basic tools like scissors and pencils. Your child will practice essential skills such as coloring, verbal skills, and math concepts through fun activities. The sections are arranged thoughtfully to follow the Kumon Method, ensuring a smooth learning experience. By completing this workbook, your child will gain the foundational skills needed for academic success in kindergarten.
এই ওয়ার্কবুকটি “Are You Ready for Kindergarten?” সিরিজের সব অ্যাকটিভিটি গুলো একত্রিত করেছে, যাতে শিশুরা স্কুলের জন্য প্রস্তুত হতে পারে। এটি গুরুত্বপূর্ণ দক্ষতা যেমন অক্ষর, ১-৩০ পর্যন্ত সংখ্যা,বিভিন্ন আকার এবং কাঁচি ও পেন্সিল ব্যবহার করা শেখায়। আপনার শিশু বইটি থেকে মজার কিছু অ্যাকটিভিটির মাধ্যমে রঙ করা, ভারবাল স্কিল এবং গণিত শিখতে পারবে। বইয়ের সেকশন গুলো সাজানো হয়েছে কুমন পদ্ধতি অনুসরণ করে যেন তাদের শেখার অভিজ্ঞতা সুন্দর হয়। এই ওয়ার্কবুকটি প্র্যাকটিস করলে আপনার শিশুর মধ্যে কিন্ডারগার্টেনে সফলতার জন্য প্রয়োজনীয় দক্ষতা তৈরি হবে ।