Let’s Cut Paper!
This workbook helps children learn to use scissors safely, an important skill for school. It is designed for kids who have never used scissors before. They will start with simple cuts and gradually learn to cut curved and zig-zag lines and shapes. The book also helps toddlers practice motor control skills and develop spatial reasoning and problem-solving abilities through fun activities like stickering, pasting, cutting, coloring, and folding. It is perfect for children as young as two, making learning enjoyable while allowing parents and children to share meaningful playtime together.
এই ওয়ার্কবুকটি শিশুদের নিরাপদে কাঁচি ব্যবহার করা শেখায়। এটি সেই শিশুদের জন্য যারা কখনও কাঁচি ব্যবহার করেনি। তারা সহজ কাটা দিয়ে শুরু করবে এবং পরে বাঁকা এবং জিগজ্যাগ লাইন কাটা শিখবে। বইটিতে স্টিকার লাগানো, পেস্ট করা, কাটা, রং করা এবং ভাঁজ করার মতো মজার আক্টিভিটি ও আছে। এই কাজগুলো শিশুদের হাতের নিয়ন্ত্রন এবং সমস্যা সমাধানে সাহায্য করে। এটি দুই বছর বয়সী শিশুদের জন্য উপযযুক্ত। এই বইটি শেখাকে মজাদার করে এবং বাবা-মায়ের সঙ্গে শিশুদের সময় কাটানোর সুযোগ করে দেয়।