May 2022

Monthly E-Newsletter

May 2022 Edition



BRAC Kumon Ltd.


ফ্র্যাঞ্চাইজ ওরিয়েন্টেশন

গত ২১ মে ২০২২ প্রায় ২০০ জন সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে আয়োজিত হয় ‘ব্র্যাক কুমন ফ্রাঞ্চাইজ ওরিয়েন্টেশন’। এই আয়োজনে কুমন পদ্ধতি, এর ফ্র্যাঞ্চাইজ মডেল, বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন ব্র্যাক কুমনের প্রধান জনাব নেহাল বিন হাসান। এই বছরের মধ্যে গুলশান, বসুন্ধরা, বনশ্রী এবং ওয়ারীতে চারটি নতুন শাখা খোলার লক্ষ্য নিয়েছে ব্র্যাক কুমন।

ব্র্যাক কুমন ফ্র্যাঞ্চাইজ সম্পর্কিত যেকোন প্রশ্নের জন্য, অনুগ্রহপূর্বক নিম্নলিখিত মাধ্যমে যোগাযোগ করুন:

ব্র্যাক কুমন ফ্র্যাঞ্চাইজ ডিভিশন
ফোন: 01766672434
ইমেইল: kumon.bd@brac.net




BRAC Kumon Ltd.


Kumon Changes the Life of a Children

Kumon, it’s a life-changing hack for a student, because here students not only do math or English only, they can keep their Kumon flow in their real life. Students do their mental calculations as well. We place a great value on the ability to study independently and encourage students to discover how to solve problems for themselves without asking for the answer.

Kumon worksheets are designed to help students step by step from easy to difficult. For example, the introductory part contains explanations and examples of new tasks, so students can easily navigate the worksheets individually to advance to higher learning levels. We believe in the potential of all children and our mission is to help all children acquire essential academic abilities and become self-learners.

Sayad Hasan Rizvee
Marking Assistant
BRAC Kumon Uttara Center





BRAC Kumon Ltd.


গণিতে দক্ষতা অর্জন কেন প্রয়োজন?

জটিল কোন গাণিতিক টপিক সামনে রেখে জীবনে কোন না কোন সময় আমাদের প্রায় প্রত্যেকেই একবার হলেও ভেবেছি,”বাস্তব জীবনে এই গণিতের কি আদৌ কোন দরকার আছে?” কিন্তু বাস্তবে একাডেমিক পড়াশোনা থেকে শুরু করে কর্মক্ষেত্র, দৈনন্দিন খরচের হিসাবসহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই গণিত জড়িত।

গণিতে দক্ষতা অর্জনের চারটি গুরুত্বপূর্ণ দিক-
  • গণিত একটি সার্বজনিন ভাষা
  • গণিত চর্চা মানসিক বিকাশের অন্যতম পন্থা
  • গণিতে পারদর্শিতা Creative, Analytical ও Problem Solving Skill গড়ে তোলে যা কর্ম ক্ষেত্রে খুবই প্রয়োজন
  • প্রায় সব ধরণের পেশায় গণিতের কার্যকারিতা রয়েছে
  • MS Excel, Coding সহ বিভিন্ন সফটওয়্যার ব্যবহারে গণিত প্রয়োজন



BRAC Kumon Ltd.


ব্র্যাক কুমন সিদ্ধেশ্বরী সেন্টারের ঠিকানা: ৬২/এ সিদ্ধেশ্বরী রোড (৬ষ্ঠ তলা), ঢাকা ১২১৭ (গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুল বিল্ডিং)

Free DT দিয়ে আপনার সন্তানকে কুমন সিদ্ধেশ্বরী সেন্টারে ভর্তি করাতে আজই যোগাযোগ করুন: 01755-673927 এই নম্বরে অথবা এই ফর্মটি পূরণ করুন।






“We Can’t Even Think to Separate from BRAC Kumon”

Both of my sons, Arzan and Arham started Kumon before they even went to school. They’ve literally learned every little thing about mathematics. They’ve even learned how to grip the pencil. My sons like every other child wanted to be noticed and wanted to feel their importance. In Kumon, they feel that they are important, noticed, and praised whether they do right or wrong. Both of them are on a safe track and system that they are learning without feeling pressured.

That is why we thank Kumon for their efforts which are very important and unique to every child. The long-term friendship and understanding of my sons with their teachers are so valuable to us that we can’t even think to separate from BRAC Kumon.

– Dr. Nabeela Mazid
MBBS, MPH (NIPSOM)
Parent of Arzan and Arham, BRAC Kumon Uttara Center






“We Love Going to Kumon Together”

I’m doing maths in Kumon from the very first. Now recently, my little brother has also joined me in Kumon. He loves doing maths in Kumon just like me. We are really happy that Kumon is now finally reopened after the long pandemic break. I love going to Kumon classes in person and doing maths and meeting my teachers.

– Imtenan Bin Yousuf
Student, BRAC Kumon Uttara Center







বর্তমানে ব্র্যাক কুমন ধানমন্ডি সেন্টারের সবচেয়ে ক্ষুদে শিক্ষার্থী হিসেবে Kumon English Program এর প্রথম লেভেলটি শেষ করল নাজিফা খান আয়াত। প্রিস্কুলারদের জন্য ডিজাইন করা এই লেভেলগুলো বাচ্চাদের ছবি এবং অক্ষর উভয়ের দিকে তাকিয়ে ইংরেজি শব্দ, বাক্যাংশ এবং বাক্য পড়তে সক্ষম করে এবং তার অর্থ বুঝতে সাহায্য করে।






আপনার সন্তানের জন্য সেশন বুক করতে কল করুন: 01313407389




BRAC Kumon Ltd.


“A Story of Never Giving Up”

Meet Michael. The perfect example of that, not all Kumon Students are the same. His Instructor’s individualized lesson planning helped him achieve more than he ever imagined.

Click Here to Watch His Story





1-Arrow Up