Monthly E-Newsletter
September – October 2021 Edition
ব্র্যাক কুমন লিমিটেডের চতুর্থ বর্ষপূর্তিঠিক ৪ বছর আগে, অক্টোবর ২০১৭ তে বাংলাদেশে শুরু হয় ব্র্যাক কুমন লিমিটেডের যাত্রা। চতুর্থ বর্ষপূর্তির এই আনন্দঘন মাইলফলক অর্জনে প্রাণঢালা শুভেচ্ছা জানাই ব্র্যাক কুমনের শিক্ষার্থী, অভিভাবক, ইন্সট্রাক্টর, মার্কিং এসিস্ট্যান্টসহ সকল শুভাকাঙ্ক্ষীদের।
ASHR – Advanced Student Honor Rollযে শিক্ষার্থীরা তাদের বর্তমান স্কুল গ্রেডের উপরে এক বা একাধিক এডভান্স গ্রেড লেভেলে কুমন করছে তারাই ASHR অ্যাওয়ার্ড পেয়ে থাকে। অর্থাৎ একজন ASHR স্টুডেন্ট তার স্কুল ক্লাস অতিক্রম করে উপরের ক্লাস এর ম্যাথ অথবা ইংলিশ করার দক্ষতা রাখে। দীর্ঘ দেড় বছর ঘর বন্দী, বন্ধুদের সাথে দেখা না হওয়া, টিচারদের সাথে দেখা না হওয়া, পার্কে যেয়ে খেলতে না পারা… এত কিছুর পরও কিন্তু তারা হাল ছেড়ে দেয়নি। কুমন চর্চা ঠিকই চালিয়ে গেছে। কথায় বলে না? কঠোর পরিশ্রমের ফলাফল মিষ্টি হয়! ঠিক তাই হল। এরকম চ্যালেঞ্জের মধ্যে থেকেও ASHR অ্যাওয়ার্ড পেয়েছে গতবারের চেয়ে অধিক শিক্ষার্থী। তাই এবছরের সকল ASHR শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন।
-মাসুমা তালুকদার তিন্নি সেন্টার কোঅর্ডিনেশন অফিসার, ব্র্যাক কুমন উত্তরা সেন্টার
Happy Teachers’ DayWe celebrated this Teacher’s day on 5th October with a small token of love & appreciation for all of our wonderful teachers at BRAC Kumon Ltd.
Student’s Diaryউত্তরায় কুমন আসার সাথে সাথে আমিও কুমন শুরু করি। বাবার বুকভরা স্বপ্ন আর আমার অগাধ মনোবল নিয়েই কুমন যাত্রা শুরু হয় আমার। মনোবলের পাশাপাশি অনেক প্রশ্নও ছিল মনের মাঝে। আমার শুরুটা ছিল কুমনের লেভেল “A” দিয়ে। নানান বাধা বিপত্তি পাড়ি দিয়ে কুমনের ৯ টি লেভেল শেষ করেছি। কুমন শিক্ষকদের বন্ধুসুলভ সহযোগিতায় আমি এই পর্যন্ত আসতে সক্ষম হয়েছি। আশা করছি ভবিষ্যতেও এর ব্যাতিক্রম কিছু ঘটবে না। কুমন শুধুমাত্র আমার ম্যাথ ভীতিই দূর করেনি, দূর করেছে অন্যান্য বিষয়ভিত্তিক ভীতিও।
-অপূর্ব চক্রবর্তী ব্র্যাক কুমন উত্তরা সেন্টার
Kumon InternationalJay Armstrong, a former student from Kumon UK, talks about how Kumon’s study provided an excellent foundation for his current career as a Games Developer.
Click Here to Watch
Note from Ahimsa Intesar Bhuiyan’s ParentsIn 2018, when our daughter Ahimsa turned 3, we actively started searching for a preschool that has a slightly different approach to education than the conventional ones. Then Kumon with its unique philosophy, method, extremely warm and dedicated teachers appeared on that scene like a blessing for us! Initially, Kumon taught Ahimsa how to count lovingly and playfully. Now that Ahimsa is 3 years ahead of her school grade, we could certainly affirm that the skills that she had acquired at Kumon have already made her one of the standout students of her class. Even though she is attending online classes yet our observations affirm that she is a confident, calm, composed, and keen learner. We feel really proud of ourselves for choosing Kumon and for keeping Ahimsa attached to it. Here we must admit that our experience with Kumon so far has been deeply satisfying and humbling. We always promote Kumon to those who really value embodied learning. Thank you, Kumon for being with us!
|