18th JLRC Language Fest in Collaboration with BRAC Kumon Ltd.
গত ২৩ জুন ২০২২ Saint Joseph স্কুলে অনুষ্ঠিত '18th JLRC Language Fest'-এ 'Collaborative Sponsor' হিসেবে অংশ নেয় ব্র্যাক কুমন লিমিটেড। এই উৎসবমুখর আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক কুমনের Managing Director লেডি সৈয়দা সারওয়াত আবেদ।
ঢাকার প্রায় ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০+ শিক্ষার্থীর অংশগ্রহণে টানা ৩ দিনব্যাপী নানা কার্যক্রমের মধ্য দিয়ে Language Fest-টি উদযাপিত হয়।
কুমন অভিভাবক থেকে নারী উদ্যোক্তা
আমাদের কুমন ধানমন্ডি সেন্টারের অভিভাবক আশ্রাফুন্নেসা আঁচল আপা নিজ সন্তান মাকফির কুমন সাফল্যে অনুপ্রাণিত হয়ে নিজেই খুলে ফেললেন কুমন সেন্টার। গত ৪ জুন ২০২২, মনোমুগ্ধকর আয়োজনের মাধ্যমে উদ্বোধন হয় কুমন সিদ্ধেশ্বরী সেন্টারের।
ব্র্যাক কুমন সিদ্ধেশ্বরী সেন্টারের ঠিকানা: ৬২/এ সিদ্ধেশ্বরী রোড (৭ম তলা), ঢাকা ১২১৭ (গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুল বিল্ডিং)
Free DT দিয়ে আপনার সন্তানকে কুমন সিদ্ধেশ্বরী সেন্টারে ভর্তি করাতে আজই যোগাযোগ করুন:
01755-673927 এই নম্বরে অথবা
এই ফর্মটি পূরণ করুন।
"কুমনের লক্ষ্য কোন Race জেতা নয়"
কুমনের সাথে আমার যাত্রা শুরু হয়েছিল ঠিক চার বছর আগে কুমন অভিভাবক হিসেবে। তারপর থেকে আজ পর্যন্ত আমি কুমন পদ্ধতির মাধ্যমে আমার সন্তানের বিকাশের পাশাপাশি বাংলাদেশে কুমনের অগ্রগতি খুব কাছ থেকে দেখেছি। এখন, যেহেতু আমি একজন Instructor হিসেবে কুমনের সাথে যোগ দিয়েছি, একজন অভিভাবক হিসাবে আমি কুমনের কাছ থেকে যে যত্ন এবং গাইডেন্স পেয়েছি, ঠিক সেই সেবাটাই আমি আমার সেন্টারের প্রতিটি শিশুকে তাদের সম্ভাবনার সর্বাধিক বিকাশে দিতে চাই। কুমনের লক্ষ্য কোন Race জেতা নয় বরং প্রতিটি শিশুকে তাদের নিজস্ব গতিতে তার সম্ভাবনার সর্বোচ্চটুকু অর্জন করতে সক্ষম করা।
- আশ্রাফুন্নেসা আঁচল
ইনসট্রাক্টর, ব্র্যাক কুমন সিদ্ধেশ্বরী সেন্টার
“Kumon Boosted My Confidence Level”
আমি গাজীপুর থেকে নিয়মিত ব্র্যাক কুমন উত্তরা সেন্টারে এসে ক্লাস করি। কারণ কুমনের ক্লাসগুলো বেশ আনন্দদায়ক। এছাড়া, কুমন টিচাররা অনেক Helpful। কুমন শুরু করার পর আমি স্কুলের অন্যান্য বিষয়গুলোতেও আগের থেকে ভালো করছি। কুমনে ক্লাস করার ফলে আমার মধ্যে এক ধরণের আত্মবিশ্বাস কাজ করে। বর্তমানে আমার লক্ষ্য কুমনের Math ও English দুটি প্রোগ্রামেই Higher Level গুলোতে পৌঁছানো।
মুন্তাসির জাহিন ভুঁইয়া
শিক্ষার্থী, ব্র্যাক কুমন উত্তরা সেন্টার
"Zayed’s Academic Excellence is a Result of Kumon"
কুমনে ভর্তির পর থেকে আমি জায়েদের Academic Performence-এর উন্নতিতে অত্যন্ত সন্তুষ্ট। বিশেষ করে ওর Mental Calculation Skill এবং Right Time এ যেকোন কাজ শেষ করার সক্ষমতা আমাকে মুগ্ধ করে। কুমনের শিক্ষকরা জায়েদকে সবসময় Motivate করেন, যা তার জন্য শেখার একটি আনন্দদায়ক অভিজ্ঞতা গড়ে তোলে।
- রিফাত নওরিন ইসলাম
কুমন অভিভাবক
সহযোগী অধ্যাপক, মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল
আপনার সন্তানের জন্য সেশন বুক করতে কল করুন: 01313407389
Growing A Sense of Accomplishment with Kumon English Program
The English Program is intended to empower students to comprehend what they read, and also expects to foster a capacity to pay attention to English expressions.
Through daily practice with the audio tracks, children develop the sense of listening and speaking by imitating the words which improve pronunciation. In primary levels, students complete their worksheets within 20-30 minutes which enables a sense of time management in them. After that, they give Oral Reading Check to the instructor and this is how they improve their speaking skill. At home, the parent assists in the completion of worksheets during the "30 minutes a day" of Kumon English time. A sense of satisfaction and motivation develops in them after completing each set of worksheet.
Annoor Ayesha Siddika
Marking Assistant
BRAC Kumon Uttara Center
Going against The Odds
Joshua dreamt of becoming a doctor at only 7 years of age. The aviation enthusiast has been striving towards his goal by already having completed the Kumon Reading Program and excelling in his academics both at school & Kumon -despite facing serious health issues.
Click Here to Watch His Story